পড়ুন

Thursday, December 17, 2015

ইউনিভার্সিটি অব ডেন্টাল কলেজ


ইউনিভার্সিটি অব ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল ১৯৯৫ ইং সনে সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।

এই কলেজটি মগবাজার চৌরাস্তা মোড় থেকে মৌচাক চৌরাস্তার মোড়ে আসতে হাতের ডানে সিদ্ধেশ্বরী কলেজের পার্শ্বে সেঞ্চুরী আর্কেড ভবনে অবস্থিত।
ঠিকানা:
১২০/এ, সিদ্ধেশ্বরী আউটার সার্কুলার রোড, সেঞ্চুরী আর্কেড, মগবাজার, ঢাকা – ১২০৭।
ফোন:
০২-৯৩৩৭৪১৭, ০২-৪৩৫৫০৭৯
ই-মেইল:
udch_1995@yahoo.com
ওয়েব:
www.udchedu.150.com

ভর্তি ফর্ম এডমিশন অফিস থেকে ৫০০ (পাঁচশত) টাকার বিনিময়ে সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে উক্ত অফিসেই জমা দিতে হয়।

উক্ত কলেজে বিডিএস কোর্সে ৪ বছর মেয়াদী এবং ১ বছরের ইন্টার্নিশীপ সম্পন্ন করে বিডিএস ডিগ্রী পাওয়া যায়।
উক্ত কোর্সে ভর্তির যোগ্যতা নিম্নরূপ –
১.এস.এস.সি (বিজ্ঞান) সর্বনিম্ন জিপিএ
৪.০০
২.এইচ.এস.সি (বিজ্ঞান) সর্বনিম্ন জিপিএ
৪.০০

প্রয়োজনীয় কাগজপত্র
  • এস.এস.সি মার্কসশিটের সত্যায়িত কপি।
  • এইচ.এস.সি মার্কসশিটের সত্যায়িত কপি।  
  • চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি।
  • জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
  • ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

ভর্তি ফি ও অন্যান্য
প্রাথমিক ভর্তি ফি
২,৫০,০০০/- (পরিবর্তনশীল)
১ম বর্ষ মাসিক ফি
৬,০০০/- (পরিবর্তনশীল)
২য় বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত মাসিক ফি
৮,০০০/- (পরিবর্তনশীল)
সর্বমোট ফি লাগবে
৬,৫০,০০০/- (পরিবর্তনশীল)

এই ডেন্টাল কলেজটি ১০০ শয্যা বিশিষ্ট। রোগী ভর্তি ছাড়াও বহি:বিভাগেও রোগী দেখার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ১০০ টাকা ভিজিট প্রদান করতে হয়।

এই ডেন্টাল কলেজটিতে ১৫,০০০ বই সম্বলিত একটি লাইব্রেরী রয়েছে। উক্ত লাইব্রেরীতে সদস্য কার্ড করে লাইব্রেরীতে বসে কিংবা হোষ্টেল রুমের জন্য বই ইস্যু করে নিয়ে পড়া যায়। প্রতিটি বই দুই দিনের জন্য বরাদ্দ করা হয়। প্রয়োজনে নবায়ন করে পুনরায় বরাদ্দ নিতে হয়।

এই ডেন্টাল কলেজের শ্রেণী কক্ষগুলো শীতাতপ নিয়ন্ত্রীত। প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য আলাদা একটি চেয়ার ও একটি মিনি টেবিলের ব্যবস্থা আছে। শ্রেণী কক্ষে শিক্ষক-শিক্ষিকাদের লেকচারের অডিও ভিজ্যুয়েল সহায়তা হিসেবে মাল্টিমিডিয়া ওভারহেড প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর এবং ভিডিও টেপের ব্যবস্থা আছে।

এই কলেজে ক্লাশ সুরু হয় সকাল ৮.০০ টায় এবং শেষ হয় দুপুর ২.০০ টায়, প্রতিটি ক্লাশের ব্যাপ্তিকাল ১:৪৫ মিনিট। প্রতি সপ্তাহে শুক্রবার ক্লাশ বন্ধ থাকে।

এই কলেজের ছাত্র-ছাত্রীদের ১ম ও ২য় সেমিষ্টার পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নির্দিষ্ট মেধা তালিকা অনুযায়ী ৫০% হারে সেমিষ্টার ফি মওকুফ করে দেয়া হয়।

এই কলেজে ছাত্রীদের থাকার জন্য সেঞ্চুরী আর্কেডের ৬ষ্ঠ তলায় আবাসিক ব্যবস্থা আছে। বর্তমানে ১১৭ জন ছাত্র-ছাত্রী এখানে বাস করছে।

এই কলেজে ৮৯ জন শিক্ষক-শিক্ষিকা আছেন। তন্মধ্যে ৮ জন প্রফেসর পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা। অস্থায়ী শিক্ষক-শিক্ষিকা আছে ২২ জন এবং স্থায়ী শিক্ষক-শিক্ষিকা ৮১ জন।

এই কলেজে ৬টি ক্লাব রয়েছে। ক্লাবগুলো হলো –
১.আর্ট সোসাইটি
২.ক্রিকেট ক্লাব
৩.কালচারাল ক্লাব
৪.ডিবেটিং ক্লাব
৫.ফুটবল ক্লাব
৬.ইংলিশ ক্লাব
উক্ত কলেজের ছাত্র-ছাত্রীরা স্ব স্ব ক্লাবের নির্ধারিত ফরমে আবেদন করে ক্লাবগুলোর সদস্য/সদস্যা পদ লাভের সুযোগ পেয়ে থাকেন।

এই কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য নিজস্ব কোন যানবাহন, খেলার মাঠ, ক্যান্টিন ও অডিটোরিয়াম নেই। এই কলেজে ক্রেডিট ট্রান্সফারের নিয়ম নেই। বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কোন প্রকার একাডেমিক সহায়তা প্রদান করা হয় না।


তথ্য সুত্র : অনলাইন ঢাকা.কম