বেড়ানো
প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে আমরা যখন হাপিয়ে উঠি তখন আমাদের শরীর ও মন চায় একটু নির্মল আনন্দ, নতুন কোনো পরিবেশ। তাইতো সময় সুযোগ হলেই আমরা ছুটে চলি নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে। এই বিভাগটিতে আমরা রাজধানী ঢাকার বিনোদন কেন্দ্রগুলোর যেমন – পার্ক, যাদুঘর, ঐতিহাসিক স্থাপনাগুলোর ঠিকানা, যোগাযোগ, অবস্থান, খোলা-বন্ধের সময়সূচী, টিকেট মূল্য, কী কী দেখতে পাওয়া যাবে সহ বিভিন্ন তথ্য তুলে ধরেছি।
পাশাপাশি ঢাকার বাইরের পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কেও বিস্তারিত তথ্য রয়েছে। যেমন – পর্যটন কেন্দ্রটিতে দেখার মত কী কী জিনিস রয়েছে, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খাওয়া-দাওয়ার ব্যবস্থা কী, গাইড কীভাবে পাবেন, খরচ কত হতে পারে, কোন সময়টায় গেলে পরিপূর্ণভাবে ভ্রমণ করতে পারবেন সহ সম্পূর্ণ পর্যটন কেন্দ্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি।
এছাড়া আরও রয়েছে দেশ ও দেশের বাইরে ট্যুর পরিচালনাকারী ট্যুর অপারেটরদের সম্পর্কে তথ্য। প্রতিটি ট্যুর অপারেটর সম্পর্কে আলাদা আলাদাভাবে তারা কোথায় কোথায় ট্যুর পরিচালনা করে থাকে, কোথায় কত খরচ, ট্যুরের সময় যে সকল সেবা প্রদান করে থাকে, তাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার প্রভৃতি তথ্য রয়েছে।
আরও রয়েছে ঢাকার আশেপাশের পিকনিক স্পটগুলোর নাম, ঠিকানা, যোগাযোগ, লোকেশন, ভাড়া, দেখার মত কী কী রয়েছে, অন্যান্য কী কী সুযোগ সুবিধা প্রদান করা হয় প্রভৃতি তথ্য। ঢাকা ও ঢাকার আশেপাশের রিসোর্টগুলো সম্পর্কেও এখানে বিস্তারিত তথ্য রয়েছে।