পড়ুন

Thursday, December 17, 2015

অনলাইনে আইনি সেবা পেতে


ইন্টারনেটে আইনি সেবা প্রদান করার সেবা চালু করেছে অনলাইন ল চেম্বার। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে দেশি ও প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন আইনি সমস্যার সমাধান পাবেন ঘরে বসেই। বিভিন্ন সমস্যার সমাধান দেবেন অভিজ্ঞ আইনজীবীরা। আইনজীবীদের একজন মোর্শেদা বেগম বলেন, ‘সহজেই আইনি সেবা মানুষের কাছে পৌঁছে দিতেই অনলাইন ল চেম্বারের সূচনা।’



স্কাইপ বা টেলিফোনে ২৪ ঘণ্টা আইনি সেবা দেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠানকেও সেবা দেওয়া হবে ওয়েবসাইট থেকে।
ওয়েবসাইট: www.onlinelawchamber.com
ফেসবুক পেজ: www.facebook.com/onlinelawchamber


তথ্য সুত্র : অনলাইন ঢাকা.কম