বাংলাদেশ ডেন্টাল কলেজ
উন্নত এবং মান সম্মত চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে ধানমন্ডিতে ১৯৯৬ সালে “বাংলাদেশ ডেন্টাল কলেজ” প্রতিষ্ঠিত হয়। এটি একটি বেসরকারী প্রতিষ্ঠান।
অবস্থান
এটি বাংলাদেশ মেডিকেল কলেজের বিপরীতে আবহানী মাঠের পশ্চিমে ন্যাশনাল ব্যাংকের সাথে ডাচ্ বাংলা বুথের পাশে অবস্থিত।
ঠিকানা
বাড়ী নং- ৩৫, রোড নং- ১৪/এ, ধানমন্ডি, আবাসিক এলাকা, ঢাকা-১২০৯।
ফোন: ৯১২০৭২৩
মোবাইল: ০১৫৫২৪৪৩৫৫০
ফ্যাক্স: ৮৮-০২-৯১২৬৫৫
ই-মেইল: bd.college@yahoo.com
ভর্তির যোগ্যতা
কোর্স ভেদে ভর্তির যোগ্যতা ৮ পয়েন্ট মেডিক্যাল কলেজের ভর্তির প্রক্রিয়া অনুযায়ী এস.এস.সি এবং এইচ.এস.সি উভয়ই বিজ্ঞান বিভাগ হতে হবে। নিজ কলেজ শাখা থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে হয়। ভর্তি ফর্মের মূল্য ১ হাজার টাকা।
ভর্তির ক্ষেত্রে ছাত্রীদের কোটা বরাদ্দ থাকে ছাত্রদের সমান। তবে মুক্তিযোদ্ধা, উপজাতি, খেলোয়াড়, প্রতিবন্ধী ইত্যাদি ক্ষেত্রে উভয়ের জন্য বিশেষ কোটা বরাদ্দ থাকে।
ভর্তির জন্য যোগাযোগ করতে হয় কলেজ শাখায়। ভর্তির জন্য এস.এস.সি ও এইচ.এস.সির মূল মার্কশীট, প্রশংসাপত্র, চারিত্রিক সনদপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত ছবি ৬ কপি জমা দিতে হবে।
ভর্তির ফলাফল পাওয়া যায় কলেজ শাখার নোটিশ বোর্ড, নিউজপেপার, ওয়েবসাইটে।
অপেক্ষামান তালিকা ডাকা হয় পরীক্ষার ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে।
ভর্তি ফি
ভর্তি ফি প্রথমে ৫ লাখ দিতে হয়।
কোর্সের নাম
বিডিএস, কোর্সের মেয়াদ ৪ বছর, ১ বছর ইর্ন্টানী করতে হয়। কোর্স সম্পূর্ন করতে মোটামুটি ১০ থেকে ১১ লাখ টাকা খরচ হয়।
হাসপাতালে বহি:বিভাগ সহ মোট শয্যা ৭০টি রয়েছে। বহি:বিভাগের টিকেটের মূল্য ১০০ টাকা। বহি:বিভাগের চিকিৎসকগন সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত সেবা দিয়ে থাকেন।
বহি:বিভাগের চিকিৎসকদের নাম ও ডিগ্রী
ক্রমিক নং
|
নাম
|
পদবী
|
১
|
ডা: খায়রুজ্জামান
|
প্রফেসর বিডিএস, এম.এস ঢাকা
|
২
|
ডা: জিয়া সৈকত
|
প্রফেসর
|
৩
|
ডা: রমজান
|
প্রফেসর
|
৪
|
ডা: জয়নুল আবেদীন
|
প্রফেসর
|
৫
|
ডা: আমিনুল ইসলাম
|
প্রফেসর বিডিএস পিএইচডি
|
ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে।
এখানে শীতাতপ নিয়ন্ত্রিত একটি লাইব্রেরী রয়েছে ৩য় তলায়। লাইব্রেরীর বই বাইরে নেওয়া যায়না। এখানে ৭ হাজার বই রয়েছে।
এখানে ৮টি ল্যাব রয়েছে। ল্যাবগুলোর নাম হল- ফিজিওলোজী, প্যাথলোজী, বায়োলোজী, এনাটর্মি, প্রমথেটিকস, বায়োলোজী এন্ড মাইক্রোবায়োলজী অর্থজনশিয়া।
ক্লাসগুলো শীতাতপ নিয়ন্ত্রিত বসার জন্য চেয়ার ও মাল্টিমিডিয়া ব্যবস্থা রয়েছে।
ড্রেস কোর্ট ব্যবস্থা রয়েছে। সাদা, রেকসিন।
সাধারন ক্লাস শুরু হয় ৮.৩০ মিনিট শেষ হয় ২.৩০ মি: । পরীক্ষা নেওয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে গ্যালারীতে।
কলেজ ভবন ৩টি। রুমসংখ্যা ৩০০টি। ক্লাশ ভবন আলাদা, প্রশাসনিক ভবন আলাদা, হাসপাতাল আলাদা।
এখানে বৃত্তির সুবিধা রয়েছে। মেধা ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়।
ইন্টার্নী করতে এই হাসপাতালে ২ বছর লাগে। ডেন্টাল কলেজটিতে স্থায়ী ও অস্থায়ী ৭৫ জন শিক্ষক ও প্রফেসর রয়েছেন।
প্রফেসরদের নাম
১।
|
ডা: জিয়া সৈকত
|
২।
|
ডা: রমজান
|
৩।
|
ডা: খায়রুজ্জামান
|
৪।
|
ডা: জয়নুল আবেদীন
|
৫।
|
ডা: আমিনুল ইসলাম
|
* এক্সট্রা কারিকুলাম, এক্সিভিটিস, খেলাধুলা, বাস্তব প্রশিক্ষনসহ শিক্ষা দেওয়া হয়।
* বিদেশী ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে শর্তাবলী একইরকম হয়। বিদেশে উচ্চ শিক্ষা লাভের জন্য মেধাবীদেরকে কলেজ সহযোগীতা করে।
* ক্লাসের জন্য কোন শিফট নেই। সকাল ৮.৩০ মিনিটে শুরু হয় ২.৩০ মিনিটে শেষ হয়।
* এখানে ছাত্র ইউনিয়ন বা ছাত্র সংঘ রয়েছে।
* কলেজের নীচতলায় ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। খাবার অনুযায়ী মূল্য তালিকা দেওয়া আছে। প্রতিদিন খোলা থাকে। রাত ১০ টায় বন্ধ হয়।
* সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন আয়োজন করা হয়। কলেজটিতে নিজস্ব অডিটোরিয়াম রয়েছে। ধারন ক্ষমতা ৩০০ জনের মতো।
* কলেজটিতে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮০০ জন।
* আবাসিক সুবিধার ব্যবস্থা নেই। খেলাধুলার ব্যবস্থা, ইনডোর, আউটডোর রয়েছে। কেরামবোর্ড, ব্যাডমিন্টন এবং ক্রিকেটের ব্যবস্থা রয়েছে।
* এখানে পরিবহন ব্যবস্থা নেই।
এই প্রতিষ্ঠানটির সবচেয়ে নিটকবর্তী ব্যাংকের বুথ হল ডাচ্ বাংলা বুথ।
* ভর্তির সময় মাসিক/বাৎসরিক ফি প্রদান করেত হয়।
ভর্তির সময়
উন্নয়ন ফিস বাবদ ৬,২৭,০০০/- (ভ্যাটসহ) টাকা
বেতন
প্রথম ২ বছর (১ম ও ২য় বর্ষ)
প্রতিমাসে ৬,২৭০/- (ভ্যাটসহ) টাকা
বেতন
পরবর্তী ২ বছর (৩য় ও ৪র্থ বর্ষ)
প্রতিমাসে বেতন ৭,৩১৫/- (ভ্যাটসহ) টাকা।
তথ্য সুত্র : অনলাইন ঢাকা.কম |