সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল
বেসরকারী ব্যবস্থাপনায় সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে।
অবস্থান
উত্তরা ৮ নং সেক্টরে কোর্টবাড়ী রোডের পশ্চিম মাথা দিয়ে প্রবশে করে দক্ষিণ দিকের প্রথম গলি দিয়ে ২০ গজ এগিয়ে পূর্ব দক্ষিণ কোনায় সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল অবস্থিত।
লোকেশন
প্লট# ২৮, কোর্টবাড়ী রোড, সেক্টর# ৮, উত্তরা মডেল টাউন, ঢাকা- ১২৩০।
ফোন নম্বর: ০১৬৭৮০২৬৮৫৪, ০১৮২০১০০৩২৫, ০১৬৭৮০২৬৮৫৫ এবং ০১৬৭৮০২৬৮৫৮।
ইমেইল এড্রেস: info@sapporodentalcollege.com.bd
ওয়েব সাইট: www.sapporodentalcollege.com.bd
ভর্তি প্রক্রিয়া ও যোগ্যতা
- এস.এস.সি (বিজ্ঞান) ও এইচ.এস.সি (বিজ্ঞান) উভয় মিলে সরকারী কোর্সভেদে ৮.০০ স্কোর থাকতে হয়।
- কোন পরীক্ষাতে ৩.৫ এর নিচে গ্রহনযোগ্য নয়।
- ‘ও’ এবং ‘এ’ লেভেলের ছাত্রদের জন্য পদার্থ, রসায়ণ ও জীববিজ্ঞান বিষয়ে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৩.৫ থাকতে হয়।
- স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মেডিকেল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর স্কোর সর্বনিম্ন ১২৫ থাকতে হবে।
- ভর্তির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের আলাদা কোন কোটা ব্যবস্থা নেই।
- ভর্তি ফরম কলেজ অফিস থেকে সংগ্রহ করতে হয়।
- ভর্তি ফরমের মূল্য ১০০০ টাকা।
- কোর্সের মেয়াদ ৪ বছর।
- প্রতি বছর ৮০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়।
ফি ও পরিশোধ পদ্ধতি
- কোর্সের ফি ৬ লাখ টাকা
- একবারে পরিশোধ করলে ৫০,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়
- ইনস্টলমেন্টে পরিশোধ করলে ভর্তির সময় সাড়ে ৩ লাখ টাকা পরিশোধ করতে হয়। ফির বাকী টাকা ৫০,০০০ টাকা কিস্তি হিসেবে ৬ মাস অন্তর পরিশোধ করতে হয়
- ফি সমূহ ক্যাশ অথবা কলেজের অনুকূলে ডিডি বা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হয়
ইন্টার্ণী
- কোর্স শেষে ১ বছরের ইন্টার্ণী করতে হয়
- ইন্টার্ণীর সময় প্রতি মাসে প্রত্যেক শিক্ষার্থী ৫,০০০ টাকা করে সম্মানী পেয়ে থাকে
ক্লাশের সুবিধা সমূহ
- প্রত্যেক ক্লাসে সমূহে বসার জন্য কাঠ এবং লোহার সমন্বয়ে তৈরী হাতল চেয়ার রয়েছে
- ক্লাশগুলো শীতাতপ নিয়ন্ত্রিত
- পাঠদানের জন্য এখানে মাল্টিমিডিয়ার ব্যবস্থা রয়েছে
- ক্লাস শুরু হয় সকাল ৮.৩০ টায় এবং শেষ হয় দুপুর ২.৩০ টায়
- এই ডেন্টাল কলেজে পরীক্ষা নেয়ার জন্য আলাদা কোন কক্ষ নেই
- শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
লাইব্রেরী
- এই ডেন্টাল কলেজে একটি লাইব্রেরী রয়েছে।
- লাইব্রেরীটি সকাল ৮ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।
- এখানে দন্ত চিকিৎসার উপর ১৮০০ বই রয়েছে
- লাইব্রেরী কার্ডের মাধ্যমে লাইব্রেরীতে বই পড়া যায়।
- শিক্ষার্থীদের বসে বই পড়ার জন্য রয়েছে কাঠের তৈরী টেবিল ও চেয়ার।
- এখানে একসাথে ৬০ জন বসতে পারে।
ল্যাব সমূহ
- ফ্যাসকলোজী এন্ড বায়ো কেমিষ্ট্রি সাম ল্যাব
- সাইন্স অব ডেন্টাল মেটারিয়ালস ল্যাব
- হিষ্ট্রো প্যাথলজী ল্যাব
- প্রসটোডেন্টিস ল্যাব
- প্যাথলজী ল্যাব
ড্রেসকোড
- নিজেদের পছন্দনীয় পোষাকের সাথে সাদা এ্যাপ্রোন পড়তে হয় সকল শিক্ষার্থীকে।
আবাসিক ব্যবস্থা
- আবাসিক সুবিধার জন্য ছেলেদের ১ টি ও মেয়েদের জন্য ২ টি করে হল রয়েছে।
- সিট পাওয়ার জন্য তেমন কোন শর্ত নেই। সিট খালি থাকার উপর এর প্রাপ্তি নির্ভর করে।
- ছাত্রদের হলের অবস্থান বাড়ী - ৩৫, রোড - ১, সেক্টর নং- ১১, ।
- ছাত্রীদের হলের অবস্থান বাড়ী ৩০, রোড - ৯, সেক্টর নং - ৯।
- ছাত্রদের রুমে সর্বনিম্ন ৩ জন এবং সর্বোচ্চ ৪ জন, ছাত্রীদের রুমে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৪ জনের থাকার ব্যবস্থা রয়েছে।
- মাসিক সিট ভাড়া জনপ্রতি ১,৭০০ টাকা এবং খাবার খরচ ২,০০০ টাকা।
- খাবার মেনু সকাল বেলা রুটি / পরোটা, ডাল / সবজি, ডিম / হালুয়া। দুপুর বেলা ভাত, গরুর মাংস/ মুরগীর মাংস, ডাল, সবজি। রাতের বেলা ভাত, সবজি, খাসির মাংস / বড় মাছ।
ক্যান্টিন
কলেজ প্রাঙ্গনের উত্তর দিকে ক্যান্টিন রয়েছে। ক্যান্টিন সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকে। ক্যাটিনে প্রাপ্ত খাবার ও এর মূল্য তালিকা-
- বিরিয়ানী (প্রতি প্লেট)- ৫০ টাকা।
- নুডলস (প্রতি প্লেট) – ২০ টাকা।
- পুরি (১ টা) – ৫ টাকা।
- ভেজিটেবল রোল – ১৫ টাকা।
- চা (প্রতি কাপ)- ৫ টাকা।
- চিপস, বিস্কিট, কেক এবং চানাচুর পাওয়া যায়।
বিবিধ
- এই ডেন্টাল কলেজে বাৎসরিক ভাবে সেমিনার আয়োজন করা হয়ে থাকে।
- সাপ্পোরা ডেন্টাল কলেজে বৃত্তির কোন সুবিধা নেই।
- এই কলেজে কোন ছাত্র ইউনিয়ন নেই।
- এই কলেজে ছাত্র-ছাত্রীদর পরিবহনের কোন ব্যবস্থা নেই।
- এই ডেন্টাল কলেজে কোন ক্লাব ব্যবস্থা নেই।