পড়ুন



আমি  মো: হাবিবুর রহমান 

আমি একজন শখের ব্লগার মাত্র আর পেশায় ডিজাইনার সান পাওয়ার সিরামিকস কম্পানিতে "সহকারি ডিজাইনার" হিসেবে কর্মরত আছি । এই ব্লগে তথ্য প্রযুক্তিগত অনেক মূল্যবান তথ্য পাওয়া যাবে যা আপনাদের অনেকাংশে উপকৃত করবে এবং আমার জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করবে। মানুষ মাত্রই ভুল হয়... এবং আমিও যেহেতু মানুষ তাই আমার অনিচ্ছাকৃত ভুল গুলোও তার উর্ধ্বে নয় আর তাই আমার এই ভূলগুলো কারও দৃষ্টিগোচর হলে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পাশাপাশি ভুলগুলো ধরিয়ে দিলে আমি উপকৃত হব । ব্লগে পোষ্টকৃত অনেক তথ্য সংগৃহীত যার মাধ্যম সহ তুলে ধরা আছে ।তার পরেও কারো কোন প্রকার অভিযোগ বা পরামর্শ থাকলে আমাকে জানাবেন। আমার আশা ও বিশ্বাস এই ব্লগ পরিদর্শনে পরবর্তী পরিদর্শন আকাংকা জাগাবে......



আমার প্রিয় উক্তি 
                           " অবস্থানের পরিবর্তন মানুষের অবস্থার পরিবর্তন করে"

আমার সম্পর্কে বিস্তারিত জানতে সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টগুলোতে যোগাযোগ করতে পারেন।


উন্নয়ন অব্যাহত ................................