সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল
সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল বেসরকারী পর্যায়ে মহিলাদের প্রথম ডেন্টাল কলেজ। এটি একটি জেনারেল হাসপাতালও বটে। কলেজ এবং হাসপাতাল ভবনটি ৭ তলা বিশিষ্ট এবং এর আয়তন ৩৬৫০০ বর্গফুট। এটি মহিলাদের ডেন্টাল এডুকেশন প্রদানের পাশাপাশি দেশের মানুষকে বিভিন্ন ধরনের চিকিত্সা সেবা দিয়ে থাকে।
ঠিকানা এবং অবস্থান
সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল
১১১ ,ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা-১২১৭।
ফোন: ৯৩৪০২০৩, ৯৩৪০২০৪
মোবাইল: ০১৭১১-৫৬০৩৪৭, ০১৭৫১-৭৭৯৬০৯,
০১৮১৯-২৫৩৭৯৬, ০১৭১৪-০৩৬৮১৬
ইমেইল: saphenawdc@yahoo.com , info@saphenawdc.net
ওয়েব সাইট: www.saphenawdc.net
কোর্স এবং ভর্তি সংক্রান্ত তথ্য
- কলেজটি ৪ বছর মেয়াদী বিডিএস (ব্যাচেলর ডিগ্রী অব ডেন্টাল সার্জারী)কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি করে থাকে। বিডিএস কোর্সিটি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে।
- এই কোর্সে সকল শিক্ষার্থীর প্রত্যেক বছর প্রফেশনাল পরীক্ষা নেওয়া হয়।
- বিডিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্র কলেজের প্রিন্সিপালের অফিস থেকে সংগ্রহ করতে হয়। আবেদনপত্র পূরন করে এর সাথে যেসকল কাগজপত্র জমা দিতে হয়, সেগুলো নিম্নরূপ:
০১. | এসএসসি অথবা ও লেভেল এর মূল সনদের সত্যায়িত অনুলিপি |
০২. | এইচএসসি অথবা এ লেভেল এর মূল সনদের সত্যায়িত অনুলিপি |
০৩. | শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি |
০৪. | সদ্য তোলা রঙ্গিন পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি |
০৫. | নোটারী সার্টিফিকেট |
- সরকারী এবং মেডিকেল এবং ডেন্টাল কলেজের নিয়ম অনুযায়ী এই কোর্সে ভর্তির যোগ্যতা নির্ধারিত হয়।
- সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন কর্তৃক কোর্সটির পাঠ্যক্রম প্রণীত হয়। এই পাঠ্যক্রমটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ এবং বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত।
- কোন কারণ দর্শানো নোটিশ ব্যতিত যেকোন শিক্ষার্থীর ভর্তি বাজেয়াপ্ত করার অধিকার কলেজ কর্তৃপক্ষের রয়েছে।
একাডেমিকস
- শিক্ষার্থীর এটেনডেন্স প্রতিদিনের এটেনডেন্স রেজিষ্টারের লিপিবদ্ধ করা হয়। মাসিক হাজিরার তথ্য শিক্ষার্থীদের গার্ডিয়নদের নিকট প্রেরন করা হয়।
- নিয়মিত পরীক্ষায় উপস্থিতি এবং প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় অবতীর্ণ হতে শিক্ষার্থীকে ৭৫% ভাগ ক্লাসে উপস্থিত থাকতে হয়, পিরিয়ডিক পরীক্ষায় ৫০% ভাগ নম্বর তুলতে হয় এবং আচার-ব্যবহার মার্জিত রাখতে হয়।
- পরীক্ষায় কৃতকার্য হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্যাচেলর ডিগ্রী ইন ডেন্টাল সার্জারী (BDS) এর সনদ প্রদান করা হয়।
- বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিলের নিয়ম অনুসারে (BDS) পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ১ বছরের ইন্টার্নি করতে হয়। ইন্টার্নি করতে কোন ফি দিতে হয়না। এছাড়া ইন্টার্নি করার সময় শিক্ষার্থীদের কোন প্রকার ভাতা প্রদান করা হয়না।
- কলেজের বেতনাদি এবং ফিসমূহ এক্সিকিউটিভ কাউন্সিল কর্তৃক নির্ধারিত হয়। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিমাসের ১০ তারিখে বেতনাদি পরিশোধ করতে হয়। সময়মতো বেতনাদি পরিশোধ না করলে পরবর্তী প্রতিদিনের জন্য ১০ টাকা হারে জরিমানা দিতে হয়। পরপর ৩ মাস বেতন বকেয়া রাখলে একাডেমিক রেজিষ্ট্রার থেকে তার নাম কেটে দেওয়া হয়। পুনরায় ভর্তির জন্য শিক্ষার্থীকে তার বকেয়া বেতন এবং জরিমানা ৭৫০০ টাকা পরিশোধ করতে হয়।
- এডমিশন ফি, ডেভেলপমেন্ট ফি, ইয়ারলি একাডেমিক ফি, ক্লিনিক্যাল ট্রেইনীং ফি এবং ইন সার্ভিস ট্রেইনীং ফিসহ অন্যান্য ফিসমূহ ভর্তির সময় প্রদান করতে হয়।
কলেজের নিয়মকানুন
- সকল শিক্ষার্থীকে আইডি কার্ড ব্যবহার করতে হবে।]
- কলেজ কর্তৃক কর্তৃক নির্দেশিত মার্জিত এবং পরিচ্ছন্ন পোষাক পড়তে হবে।
- কলেজের মেঝে এবং ক্লাশরুমের মেঝেত নোংরা করা যাবেনা। যথাস্থানে ময়লা বালতি ময়লা ফেলতে হবে।
- কলেজের দেয়ালে পোষ্টারিং করা নিষেধ।
- কলেজের মধ্যে কোন ধরণের গন্ডগোল সৃষ্টি করা যাবেনা।
- শিক্ষার্থীদের তাদের সমস্যাগুলো লিখিতভাবে কলেজের শিক্ষক বা কর্তৃপক্ষের নিকট পেশ করতে হবে।
- কলেজের কর্মরত কোন স্টাফের সাথে দূর্ব্যবহার করা যাবেনা।
- কলেজ প্রাঙ্গনে রাজনীতি করা কঠোরভাবে নিষিদ্ধ।
- কোন শিক্ষার্থী দ্বারা কলেজ কম্পাউন্ডের কোন ক্ষতি সাধিত হলে সেজন্য উক্ত শিক্ষার্থী দায়ী থাকবে।
- অসুস্থতা বা অন্য কারণে কলেজে অনুপস্থিত থাকলে অবশ্যই তা শিক্ষককে জানাতে হবে।
- প্রত্যেক শিক্ষার্থীকে তার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করতে হবে।
- প্রত্যকে শিক্ষার্থীকে কলেজের বিধি-বিধান মেনে চলতে হবে।
- ভর্তির সময় শিক্ষার্থীকে লিখিত আকারে বন্ডচুক্তি করতে হয়।
কলেজের অন্যান্য সুবিধাসমূহ
এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছ;
- লাইব্রেরী কাম রিডিং রুম
- বায়োকেমিস্ট্রি ফিজিওলজি ল্যাবরেটরি
- ডিসেকশন হল
- লেকচার রুম
- অডিটোরিয়াম
- কমরুম
- ক্যান্টিন
- হোস্টেল সুবিধা
- খেলাধুলা
- সেমিনার
- বিতর্ক প্রতিযোগিতা
- মানবিক সেবা যেমন ডেন্টাল ক্লাব, ব্লাড ডোনেশন এবং গরীব মানুষদের বিনামূল্যে মেডিক্যাল চিকিত্সা সেবা প্রদান;
- অফিস
- প্যাথলজী ডিপার্টমেন্ট
সাফেনা হাসপাতালের রোগীদের জন্য প্রদত্ত সেবা
- ৭০টি শয্যা।
- ডেন্টাল ইউনিট
- ডেন্টাল ডিপার্টমেন্ট
- ডেন্টাল চেয়ার
- ডেন্টাল এক্সরে মেশিন
- ডেন্টাল ল্যাব
- অটোক্লেভ
- স্টেরিলাইজ (গ্লাস বিড)
- স্টেরিলাইজ (ওয়াটার বাথ)
- ৫টি সার্জিক্যাল সেট
- আল্ট্রাসনিক স্ক্যালার্স
- হ্যান্ড স্ক্যালার্স সেট
- আধুনিক অপারেশন থিয়েটার (ওটি)
- পোষ্ট অপারেটিভ রুম
- ইনটেনসিভ কেয়ার ইউনিট
- করোনারী কেয়ার ইউনিট
- নিওনেটাল কেয়ার ইউনিট
- ২৪ ঘন্টা ইমার্জেন্সী সার্ভিস
- ২৪ ঘন্টা ফার্মেসী সুবিধা
- আইসিইউ, সিসিইউ এবং এনআইসিইউ
- অক্সিজেন আয়োজনের সুব্যবস্থা
- এক্সরে বিভাগ
- প্যাথলজি বিভাগ
- ইসিজি
- আলট্রাসনোগ্রাম
- ২৪ ঘন্টা ডাক্তার সুবিধা
- ২৪ ঘন্টা নার্সিং সুবিধা
- ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস
- পেশেন্ট বেড লিফট
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- ইন্টারকম সুবিধা
- সিসিটিভি সিকিউরিটি ব্যবস্থা
- সার্বক্ষনিক জেনারেটর সুবিধা।