প্রিয় নবীর চল্লিশ হাদিস-১
সুপ্রিয় ভিজিটর, আসসালামু আলাইকুম, ইসলামি শরীয়াতের দ্বিতয় মজবুত ভিত্তি সুন্নাতে রাসুলের এক পর্বতসম সংগ্রহ “সিহাহ সিত্তা” ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। এই সিহাহ সিত্তার বিশাল ভান্ডার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বুযার্গানে দ্বীন নিজেদের প্রয়োজনে হাদীসে রাসুলের আলাদা আলাদা সংগ্রহ গড়ে তুলেছে। নিজেদের রুচি ও প্রয়োজনে নবী প্রেমিকেরা হাদীসে রাসুলের বিচ্ছিন্ন ফুল দ্বারা নানা গুলদেস্তা সাজিয়েছে। প্রতিটি গুলদেস্তার প্রতিটি ফুলই এখানে সকীয় বৈশিষ্ট্য সমুজ্জল। হাদীসের বাগানে এমন একটি গুলদেস্তার নাম প্রিয় নবীর চল্লিশ হাদিস। যা সংকলন করেছেন হাদীসের ইমাম ইয়াহহিয়া বিন শরফুদ্দিন আন নববী। সেই সংকলনটি ধারাবাহিকভাবে সত্যের পথে প্রকাশ করার নিয়্যত করেছি। আপনাদের দোআ পেলে আমি সফল হব। সংকলন ধারাহিকার এ পর্যায়ে আজকের পোষ্টটিতে ৩টি হাদিস প্রকাশ করা হলো:

হাদিস নং – ১
আমিরুল মোমেনিন হযরত আবু হাফস ওমর বিন খাত্তাব (রা) থেকে বর্ণিত: তিনি বলেছেন, আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, নিয়ত হচ্ছে মানুষের সকল কাজের মূল, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে সে তাই পাবে। অতএব যে ব্যক্তি আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (স) এর জন্য হিজরত করেছে তার হিজরত আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের জন্যই হয়েছে, আর যার হিজরত ছিল দুনিয়া (তথা পার্থিব বস্তু) অর্জণের জন্যে কিংবা কোন মেয়েকে বিয়ের জন্যে তার হিজরত সেই জন্যেই বিবেচিত হবে, যে জন্য সে হিজরত করেছে। মোহাদ্দেসদের দুজন প্রধান ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন মোগীরাহ বিন বারদেযবাহ আল বুখারী এবং আবুল হাসান মুসলিম বিন হাজ্জাজ বিন মোসলেম আল কোশায়রী আন নিশাপুরী আপন আপন সহীহ গ্রন্থে এ বর্ণনাটি পেশ করেছেন। যা সব সংকলিত হাদিসের কিতাব থেকে সহীহ গ্রন্থে**** শুদ্ধ বলে বিবেচিত হয়েছে
।
তথ্য সুত্র: সত্যের পথ