সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত এবং বিএম এন্ড ডিসি কর্তৃক স্বীকৃত সিটি ডেন্টাল কলেজ ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক বিনিময় ও গবেষণা কার্যক্রমের জন্য চুক্তিবদ্ধ।
অবস্থান
ড্রাগন সোয়েটার ফ্যাক্টরী থেকে ২০০ গজ পূর্ব দিকে সিকদার টেক্সটাইল কলেজ ও জনতা ব্যাংক সংলগ্ন এই ডেন্টাল কলেজটি অবস্থিত।
ঠিকানা ও যোগাযোগ
১০৮৫/১, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা – ১২১৯, বাংলাদেশ।
ফোন: ৮৩৩১৩০৭-৯, ৮৩৫২৪৫৬
মোবাইল: ০১৭১১-৮৫২৭৫০, ০১৭১৬-২৯৬২৩১
ই-মেইল: cdcdoza@yahoo.com
কোর্স
এই কলেজটিতে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারী) কোর্স করা যায়। এই কোর্সটির মেয়াদ ৪ বৎসর। কোর্স শেষে ১ বৎসর ইন্টার্নী করতে হয়।
বিভাগসমূহ
ক্র. নং
|
বিভাগ
|
১. | এনাটমী ও হিস্টোলজী |
২. | ফিজিওলজী ও বায়োকেমিষ্ট্রি |
৩. | সাইন্স অব ডেন্টাল ম্যাটারিয়্যালস্ |
৪. | জেনারেল ও ডেন্টাল ফার্মাকোলজী |
৫. | প্যাথলজী এন্ড মাইক্রোবায়োলজী |
৬. | ওরাল এনাটমী ও ফিজিওলজী |
৭. | ডেন্টাল পাবলিক হেলথ |
৮. | মেডিসিন বিভাগ |
৯. | জেনারেল সার্জারী |
১০. | পেরিওডনটোলজী এন্ড ওরাল প্যাথলজী |
১১. | ডেন্টাল প্রসেথেটিকস |
১২. | অর্থডনশিয়া বিভাগ |
১৩. | কনজারভেটিভ ডেনটিস্ট্রি |
১৪. | ওরাল সার্জারী |
১৫. | চিলড্রেন প্রিভেনটিভ এন্ড কমিউনিটি ডেনটিস্ট্রি |
ভর্তি প্রক্রিয়া
এই ডেন্টাল কলেজটিতে ভর্তির জন্য আবেদন করতে হলে মেডিকেল কলেজের অনুরূপ এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জি.পি.এ ৪.০০ করে মোট জি.পি.এ ৮.০০ পেয়ে উত্তীর্ণ হতে হয়। ভর্তি ফরম কলেজের অফিস থেকে প্রদান করা হয়। ফরমের মূল্য ১,০০০ টাকা।
ভর্তির আবেদনপত্রে প্রয়োজনীয় সকল তথ্যাবলী সংযোজন পূর্বক সেটি পুণরায় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহ করে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরবর্তীতে নির্ধারিত তারিখে নিউজ পেপার, ওয়েবসাইট ও কলেজের নোটিশ বোর্ডে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুসারী ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। নির্ধারিত সময় অর্থাৎ ১ সপ্তাহ বা ১০ দিনের মধ্যে যদি মেরিট তালিকা পূর্ণ না হয় তাহলে অপেক্ষমান তালিকা থেকে ফলাফল অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজ ও ফি
ভর্তির সময় এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার মূল নম্বরপত্র, এইচ.এস.সি পরীক্ষার প্রবেশ পত্র, ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ, ৪ কপি সত্যায়িত স্ট্যাম্প সাইজের ছবি, স্কুল ও কলেজের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হয় এবং সেই সাথে ভর্তি ফি বাবদ ৫০,০০০ টাকা পরিশোধ করতে হয়। সম্পূর্ণ কোর্সটি সম্পন্ন করতে ৮,০০,০০০ টাকা খরচ হয়।
মাসিক ফি (১ম ও ২য় বর্ষ) |
৬,০০০/-
|
মাসিক ফি (৩য় ও ৪র্থ বর্ষ) |
৭,০০০/-
|
ভর্তির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের আসন সংখ্যা সমভাবে বন্টিত। এছাড়া অন্যান্য কোটার মধ্যে রয়েছে – মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, প্রতিবন্ধী।
শিক্ষক সংখ্যা
এই কলেজটির অধ্যক্ষের দায়িত্বে আছেন – অধ্যাপক ডা: আজিজা বেগম (বিডিএস, ডিডিপিএইচ, আর সি এস – ইংল্যান্ড)। এছাড়া অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক মিলিয়ে আরও ৯৫ জন ডাক্তার রয়েছে শিক্ষাদানের জন্য।
ক্লাসের সময়সূচী
শুক্রবার ও শনিবার কলেজের সকল ক্লাসসমূহ বন্ধ থাকে। অন্যান্য দিন সকাল ৮.০০ টায় শুরু হয়ে দুপুর ২.৩০ টায় শেষ হয়।
ড্রেসকোড
শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিজেদের খুশিমত ড্রেস পরে আসতে পারবে। তবে ক্লাসে অংশগ্রহণের সময় অবশ্যই সাদা এপ্রোন পরিধান করতে হবে।
ল্যাবসমূহ
পরিপূর্ণ শিক্ষা প্রদানের সহায়ক হিসেবে এখানে বিভিন্ন বিভাগের ১০ টি ল্যাব রয়েছে। ল্যাবগুলো হলো – ফিজিওলজী ও বায়োকেমিষ্ট্রি, প্যাথলজী ও মাইক্রোবায়োলজী, বায়ো এনাটমি, পেরিওডনটোলজী, অর্থডনশিয়া।
লাইব্রেরী
এই কলেজটিতে একটি লাইব্রেরী রয়েছে। লাইব্রেরীতে শিক্ষার্থীদের সিলেবাস সম্পর্কিত বইয়ের পাশাপাশি রেফারেন্স পুস্তক, নিয়মিত জার্নাল সহ ৭,০০০ বই রয়েছে। উল্লেখ্য লাইব্রেরীটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রীত। লাইব্রেরী থেকে বই বাসায় বা হলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই লাইব্রেরী কার্ড থাকতে হবে। লাইব্রেরী কার্ড গ্রহণের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না। ভর্তি ফি এর সাথে এই চার্জ সংযুক্ত। লাইব্রেরী থেকে একসাথে সর্বোচ্চ ৩ টি বই নেয়া যায়। এবং পরবর্তী ১৫ দিনের মধ্যে সেই বই লাইব্রেরীতে জমা দিতে হয়। লাইব্রেরী সকাল ৮.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত খোলা থাকে।
হলসমূহ
এখানে শিক্ষার্থীদের আবাসিক সুবিধার্থে ৪ টি হল রয়েছে। মেয়েদের হল ৩ টি এবং ছেলেদের হল ১ টি। হলগুলো কলেজ ক্যাম্পাসেই অবস্থিত। হলগুলোতে মোট শিক্ষার্থীর বিপরীতে পর্যাপ্ত সংখ্যক আসন রয়েছে। ফলে হলে সিট পাওয়ার জন্য তেমন কোন ঝক্কি ঝামেলা নেই। হলে খাওয়া-দাওয়ার তেমন কোন বাধ্যবাধকতা নেই। হলে থাকা বাবদ প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ৩,০০০ টাকা পরিশোধ করতে হয়। খাওয়া-দাওয়ার ব্যাপারে শিক্ষার্থী ইচ্ছে করলে নিজে রান্না করে খেতে পারে আবার হল কর্তৃক সরবরাহকৃত খাবার খেতে পারে। হলের খাবারের ক্ষেত্রে মাসিক খরচ পড়ে (২ বেলা) ৩,০০০ টাকা এবং (১ বেলা) ১,৬০০ টাকা। আর সকালের নাস্তা সকলের নিজ নিজ দায়িত্বে খেতে হয়।
বিবিধ
- পরীক্ষা গ্রহণের জন্য পৃথক গ্যালারী রয়েছে।
- নিজস্ব ক্যান্টিন ব্যবস্থা রয়েছে। ক্যান্টিনে সিঙ্গারা, সমুচা, বার্গার, চিপস, কোমল পানীয়, মিনারেল ওয়াটার পাওয়া যায়।
সিঙ্গারা |
৬/-
|
সমুচা |
৬/-
|
বার্গার |
২৫/-
|
চিপস |
১২/-
|
কোমল পানীয় (১ লিটার) |
৬০/-
|
মিনারেল ওয়াটার (১ লিটার) |
১৫/-
|
অডিটোরিয়াম
এই ডেন্টাল কলেজটির ২৫০ জন ধারণক্ষমতা সম্পন্ন নিজস্ব একটি অডিটোরিয়াম রয়েছে। যেখানে কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন সভা, সেমিনার ও অন্যান্য অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হয়।
আন্ত: বিভাগ চিকিৎসা
এই ডেন্টাল কলেজটিতে চিকিৎসা বিদ্যা পাঠদানের পাশাপাশি সাধারন রোগীদের চিকিৎসা সেবাও প্রদান করা হয়। আন্ত:বিভাগে ভর্তি হতে হলে প্রথমে ৫০ টাকা দিয়ে টিকেট কেটে ডাক্তার দেখিয়ে রোগের ধরন অনুযায়ী সেই বিভাগে রোগী ভর্তি করা হয়।
আসন
|
সুবিধা
|
ভাড়া (প্রতিদিন)
|
ভি.আই.পি কেবিন |
শীতাতপ নিয়ন্ত্রিত, পৃথক টয়লেট সুবিধা সম্বলিত
|
২,৫০০/-
|
কেবিন ডাবল |
পৃথক টয়লেট সুবিধা সম্বলিত
|
১,৫০০/-
|
কেবিন (সিঙ্গেল) |
পৃথক টয়লেট সুবিধা সম্বলিত
|
১,২০০/-
|
কেবিন (সিঙ্গেল) |
সাধারন
|
৮,০০/-
|
সাধারন বেড (ওয়ার্ড) |
সাধারন
|
৩০০/-
|
বহি:বিভাগ চিকিৎসা
আন্ত:বিভাগের পাশাপাশি এই ডেন্টাল কলেজটিতে বহি:বিভাগের মাধ্যমেও রোগীদের সেবা প্রদান করা হয়। বহি:বিভাগে ডাক্তার দেখানোর জন্য ২০ টাকা দিয়ে টিকেট কাটতে হয়। বহি:বিভাগে সেবা প্রদানকারী ডাক্তারগণ হলেন –
ক্র.নং
|
ডাক্তারের নাম ও ডিগ্রী
|
১. | ডা: শাহানা দস্তগীর বিডিএস, এম ফিল |
২. | ডা: আশিকুর রহমান বিডিএস, এমপিএইচ |
৩. | মো: শাহেদ রাফি পাভেল বিডিএস,এমপিএইচ |
৪. | রুমা আক্তার বিডিএস (প্রভাষক) |
এটিএম বুথ
এই কলেজের দক্ষিণ দিকে ৫০ গজ সামনে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ রয়েছে।
তথ্য সুত্র : অনলাইন ঢাকা.কম |