পড়ুন

Thursday, December 17, 2015

সেন্টার ফর কম্পিউটার স্টাডিজ


১৯৯৫ সালে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ হতে নিবন্ধন নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানী হিসেবে এর পথচলা শুরু । এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের এফিলিয়েশন নিয়ে বিভিন্ন কোর্স পরিচালিত হয়।

ঠিকানা ও যোগাযোগ
নিজাম’স শংকর প্লাজা (৪র্থ তলা),
৭২, সাত মসজিদ রোড
শংকর ধানমন্ডি, ঢাকা (শংকর বাস ষ্ট্যান্ড)
ফোন: ৯১২১০৭৯, ৮১২১৭৪৯, ০১৭১২০৮৫৫৭৭, ০১৮১৯-১৪০৩২৮, ০১৫৫২-৩২০৬৩৩

সময়সূচি
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস খোলা থাকে (শুক্রবার বন্ধ)।

সুবিধা সমূহ
  • ফ্রি ইন্টারনেট- আলাদা একটি সাইবার রুমের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যের ইন্টারনেট সুবিধা দেয়া হয়।
  • লাইব্রেরী-শিক্ষার্থীদের জন্য কোর্স সংশ্লিষ্ট দেশী বিদেশী বইয়ের সংগ্রহ নিয়ে একটি লাইব্রেরী রয়েছে।
  • বৃত্তি-গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে।
  • কম্পিউটার ল্যাব- সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কম্পিউটার ল্যাব খোলা থাকে। ব্যবহারিক ক্লাশ ছাড়াও প্রজেক্ট, কোর্স ওয়ার্ক, এসাইনমেন্ট তৈরী ও প্রয়োজনীয় অনুশীলনের জন্য শিক্ষার্থীরা কম্পিউটার ল্যাব ব্যবহার করতে পারে। তবে অতিরিক্ত সময় ল্যাব ব্যবহারের জন্য প্রতি ঘন্টায় ৫টাকা হারে ফি দিতে হয়।
  • হোস্টেল-ঢাকার বাইরের ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে সুন্দর ও নিরাপদ পরিবেশে পৃথক আবাসিক সুবিধার ব্যবস্থা।
  • ইলেকট্রিকেল, ইলেকট্রনিক্স, সিভিল ও সায়েন্স ল্যাব- এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক ব্যবহারিকের জন্য প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল ও সায়েন্স ইকুইপমেন্ট রয়েছে।
  • অডিও ভিজ্যুয়াল ইক্যুইপমেন্টের মাধ্যমে তাত্ত্বিক পড়াশোনা ছাড়াও কেস স্টাডি ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বিভিন্ন বিভাগে পূর্ণকালীন শিক্ষকের পাশাপাশি খন্ডকালীন শিক্ষক রয়েছেন।
  • পরীক্ষার আগে রিভিশন ক্লাশ এবং মডেল টেস্টের আয়োজন করা হয়।

অন্যান্য তথ্য
সিসিএস ক্যাম্পাস ধূমপান ও রাজনীতিমুক্ত এলাকা।

অভিভাবক দিবস
প্রতি বর্ষের ফাইনাল পরীক্ষার পর প্রতিটি শিক্ষার্থীর উপস্থিতিতে প্রত্যেক অভিভাবকের সাথে সিসিএস অধ্যক্ষ, পরিচালকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ মিলিত হন অভিভাবক দিবসে। সারাদিন স্থায়ী এই মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে অভিভাবক সরাসরি তার সন্তানের শিক্ষা ও প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালকের নিকট হতে বিস্তারিত রিপোর্ট পেয়ে থাকেন এবং তিনি নিজেও তার মতামত অফিসিয়ালি লিপিবদ্ধ করতে পারেন।

মাসিক স্টুডেন্ট রিপোর্ট
প্রতিটি শিক্ষার্থীর বাসায় প্রতিষ্ঠান হতে প্রত্যেক মাসের ৭ তারিখের মধ্যে একটি (Student’s detail) পাঠানো হয়। এতে ক্লাশে উপস্থিতির বিবরণ এবং কোন পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকলে তার ফলাফলের পাশাপাশি তার পেমেন্ট পজিশন দেয়া থাকে। ১২ তারিখের মধ্যে এটি বাসায় না পৌঁছালে অফিসের সাথে সরাসরি যোগাযোগ করে আরো একটি কপি সংগ্রহ করতে হয়।

কোর্সসমূহ
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে যেসব কোর্স পরিচালিত হচ্ছে
১. ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
২. ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
৩. ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
৪. ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং

  • মোট আট সেমিস্টারের চার বছর মেয়াদী কোর্স এগুলো। প্রতিটি সেমিস্টারের মেয়াদ ছয় মাস।
  • প্রতি সেমিস্টার শেষে চূড়ান্ত পরীক্ষা নেয়া হয় এবং পুরো কোর্স শেষে কারিগরি শিক্ষাবোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদ দেয়।

ভর্তি যোগ্যতা
  • প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
  • এসএসসি ভোকেশনাল ও দাখিল পাস ছাত্র-ছাত্রীরাও ভর্তিযোগ্য।
  • ভর্তিযোগ্যতার ক্ষেত্রে পাশের সন ও বয়সের কোন বাধ্যবাধকতা নেই। অর্থাৎ  পূর্বে যে কোন বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করলেই ভর্তি হতে পারবে এবং প্রার্থীর বয়স সীমারও কোন বাধ্যবাধকতা নেই।
  • আবেদনপত্র অফিস থেকে প্রত্যহ সকাল ৯টা হতে বিকাল ৪টার মধ্যে সংগ্রহ করা যাবে।
  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আবেদন পত্র সংগ্রহ করা যাবে।

ভর্তি পরীক্ষা ও ভর্তি সময়
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়ম ও সময় অনুযায়ী ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়ে থাকে। তবে এস,এস,সি পরীক্ষার ফল প্রকাশের পর হতে ভর্তির কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত ফরম, তথ্য বিবরণী, আবেদনপত্র ইত্যাদি সিসিএস-এর অফিস থেকে সংগ্রহ করা যায়।

ক্লাশের সময়
সিসিএস এর বিভিন্ন কোর্সের ক্লাশ সমূহ সকাল ৮টা-৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ব্যবহারিক ক্লাশের জন্য প্রয়োজনে নির্ধারিত সময়ের অতিরিক্ত ক্লাশ নেয়া হয়।

ফি সমূহ
প্রতি সেমিস্টারের নির্ধারিত ফিগুলো সেমিস্টারের শুরুতেই দিতে হয়। তবে পরীক্ষার ফি পরীক্ষার আগে দিতে হয়।

বিভিন্ন কোর্সের খরচ
---
কম্পিউটার
সিভিল

ইলেকট্রিক্যাল

টেলিকম

সেমিষ্টার-১
ভর্তি ফি

৬,০০০.০০ টাকা

৬,০০০.০০ টাকা

৬,০০০.০০ টাকা

৬,০০০.০০ টাকা

সেমিষ্টার/কোর্স ফি

৩,৫০০.০০ টাকা

৫,৫০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

৪,৫০০.০০ টাকা

জামানত (ফেরৎযোগ্য)

৫০০.০০ টাকা

৫০০.০০ টাকা

৫০০.০০ টাকা

৫০০.০০ টাকা

ল্যাব ফি (কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল ইলেকট্রনিক্স ইত্যাদি)

৩,০০০.০০ টাকা

৩,৫০০.০০ টাকা

৩,৫০০.০০ টাকা

৩,০০০.০০ টাকা

উন্নয়ন, মেরামত, বিবিধ ফি

৫০০.০০ টাকা

৫০০.০০ টাকা

৫০০.০০ টাকা

৫০০.০০ টাকা

মোট
৭,৫০০.০০ টাকা
১০,০০০.০০ টাকা
৯,৫০০.০০ টাকা
৮,৫০০.০০ টাকা
সেমিষ্টার-২
পূনরায় ভর্তি/Continuation ফি

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

সেমিষ্টার/কোর্স ফি

৩,৫০০.০০ টাকা

৫,৫০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

ল্যাব ফি (কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল ইলেকট্রনিক্স ইত্যাদি)

২,০০০.০০ টাকা

৩,০০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৯০০.০০ টাকা

মোট

৮,০০০.০০ টাকা

১১,০০০.০০ টাকা

১০,০০০.০০ টাকা

৯,৫০০.০০ টাকা
সেমিষ্টার-৩
পূনরায় ভর্তি/Continuation ফি

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

সেমিষ্টার/কোর্স ফি

৩,৫০০.০০ টাকা

৫,৫০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

ল্যাব ফি (কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল ইলেকট্রনিক্স ইত্যাদি)

২,০০০.০০ টাকা

৩,০০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,০০০.০০ টাকা

মোট
৮,০০০.০০ টাকা

১১,০০০.০০ টাকা

১০,০০০.০০ টাকা

৯,৫০০.০০ টাকা
সেমিষ্টার-৪
পূনরায় ভর্তি/Continuation ফি

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

সেমিষ্টার/কোর্স ফি

৩,৫০০.০০ টাকা

৫,৫০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

ল্যাব ফি (কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল ইলেকট্রনিক্স ইত্যাদি)

২,০০০.০০ টাকা

৩,০০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,০০০.০০ টাকা

মোট

৮,০০০.০০ টাকা

১১,০০০.০০ টাকা

১০,০০০.০০ টাকা

৯,৫০০.০০ টাকা
সেমিষ্টার-৫
পূনরায় ভর্তি/Continuation ফি

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

সেমিষ্টার/কোর্স ফি

৩,৫০০.০০ টাকা

৫,৫০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

ল্যাব ফি (কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল ইলেকট্রনিক্স ইত্যাদি)

২,০০০.০০ টাকা

৩,০০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,০০০.০০ টাকা

মোট

৮,০০০.০০ টাকা



১১,০০০.০০ টাকা


১০,০০০.০০ টাকা


৯,৫০০.০০ টাকা
সেমিষ্টার-৬
পূনরায় ভর্তি/Continuation ফি

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

সেমিষ্টার/কোর্স ফি

৩,৫০০.০০ টাকা

৫,৫০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

ল্যাব ফি (কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল ইলেকট্রনিক্স ইত্যাদি)
উন্নয়ন, মেরামত, বিবিধ ফি

২,০০০.০০ টাকা

৩,০০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,০০০.০০ টাকা

মোট


৮,০০০.০০ টাকা



১১,০০০.০০ টাকা


১০,০০০.০০ টাকা


৯,৫০০.০০ টাকা
সেমিষ্টার-৭
পূনরায় ভর্তি/Continuation ফি

৩,৫০০.০০ টাকা

৩,৫০০.০০ টাকা

৩,৫০০.০০ টাকা

৩,৫০০.০০ টাকা

উন্নয়ন, মেরামত, বিবিধ ফি

১,৫০০.০০ টাকা

১,৫০০.০০ টাকা

১,৫০০.০০ টাকা

১,৫০০.০০ টাকা

মোট

৫,০০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা
সেমিষ্টার-৭
পূনরায় ভর্তি/Continuation ফি

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

সেমিষ্টার/কোর্স ফি

৩,৫০০.০০ টাকা

৫,৫০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

৫,০০০.০০ টাকা

ল্যাব ফি (কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল ইলেকট্রনিক্স ইত্যাদি)

২,০০০.০০ টাকা

৩,০০০.০০ টাকা

২,৫০০.০০ টাকা

২,০০০.০০ টাকা

উন্নয়ন, মেরামত, বিবিধ ফি

৮,০০০.০০ টাকা

১১,০০০.০০ টাকা

১০,০০০.০০ টাকা

৯,৫০০.০০ টাকা

মোট
সর্বমোট



৬৬,৫০০.০০ টাকা



৮৭,০০০.০০ টাকা



৮০,০০০.০০ টাকা



৭৬,৫০০.০০ টাকা

তথ্যসুত্র: অনলাইন ঢাকা.কম