পড়ুন

Thursday, December 17, 2015

বাংলাদেশ ইন: অব গ্লাস এন্ড সিরামিকস


 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৫১ সালে বাংলাদেশ ইনষ্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস প্রতিষ্ঠিত হয়।

ঠিকানা ও অবস্থান
৯৫, শহীদ তাজউদ্দিন আহমেদ সড়ক, তেজগাঁও, ঢাকা – ১২০৮।
ওয়েব সাইট: www.bige-tech.edu.com
তেজগাঁও সাতরাস্তার মোড় থেকে মহাখালী গামী সড়কে অবস্থিত বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের বিপরীতে উক্ত ইনষ্টিটিউটটির অবস্থান।

কোর্সসমূহ
উক্ত ইনষ্টিটিউটে ২টি বিষয়ের কোর্স চালু রয়েছে।
ক্র. নং
কোর্সের নাম
মেয়াদ
১.
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
৪ বৎসর
২.
ভোকেশনাল কোর্স
২ বৎসর

ভর্তির যোগ্যতা
১। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার জন্য গণিতে বাধ্যতামূলক জিপিএ ৩.০০ সহ এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৩.০০ এর অধিকারী হতে হবে।
২। ভোকেশনাল কোর্সে ভর্তি হওয়ার জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে।

আবেদন ও ভর্তি প্রক্রিয়া
উক্ত ইনষ্টিটিউটে ভর্তির জন্য আবেদন পত্র অনলাইনে কিংবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও কারিগরি অধিদপ্তর (আগারগাঁও) অথবা ইনষ্টিটিউটের প্রশাসনিক অফিস থেকে সংগ্রহ করা যায়। ভর্তি ফরমের মূল্য ২০০ টাকা। আবেদনপত্র যথাযথভাবে পূরণপূর্বক প্রশাসনিক অফিসে জমা দিতে হয়। এরপর চূড়ান্ত ভর্তির পূর্বে এস.এস.সি লেভেলের পাঠ্যক্রম থেকে ১:৩০ ঘন্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তির ক্ষেত্রে সরকার ঘোষিত মহিলা কোটা ১০%, মুক্তিযোদ্ধা কোটায় ৬ জন ও উপজাতি কোটায় ২ জন যথাযথ ভাবে পূরণ করা হয়।

লাইব্রেরী ও ল্যাব
উক্ত ইনষ্টিটিউটের প্রশাসনিক ভবনের নীচ তলায় একটি লাইব্রেরী আছে। তাছাড়া দুইটি ল্যাব রয়েছে, যার একটি রসায়ন ল্যাব, অন্যটি ফিজিক্যাল টেষ্টিং ল্যাব।

ক্লাস রুমের ধরন
উক্ত ইনষ্টিটিউটের ক্লাশ রুমগুলো চেয়ার, টেবিল, বেঞ্চ সমৃদ্ধ। তবে শীতাতপের ব্যবস্থা নেই এবং মাল্টিমিডিয়ারও ব্যবস্থা নেই।

ইউনিফর্ম
উক্ত ইনষ্টিটিউটের ছাত্র-ছাত্রীদের ড্রেস কোড রয়েছে। ছাত্রদের সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতা ও কালো মুজা। ছাত্রীদের সাদা সেলোয়ার, কালো কামিজ, সাদা স্কার্ফ, সাদা জুতা ও সাদা মুজা।

শিফট
উক্ত ইনষ্টিটিউটের ক্লাস সমূহ দুটি শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফট সকাল ৮:০০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের ক্লাস ১:৩৫ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭:৪০ টা পর্যন্ত চলে।

শিক্ষক সংখ্যা
উক্ত ইনষ্টিটিউটে পাঠ্যরত শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য মোট ১৯ জন শিক্ষক নিয়োজিত আছেন। তন্মধ্যে স্থায়ী শিক্ষকের সংখ্যা ১৪ জন এবং অস্থায়ী শিক্ষকের সংখ্যা ৫ জন।

অডিটোরিয়াম
উক্ত ইনষ্টিটিউটের নিজস্ব একটি অডিটোরিয়াম রয়েছে। যার ধারণ ক্ষমতা ১০০ জন। ইনষ্টিটিউটের অভ্যন্তরিক সকল অনুষ্ঠান উক্ত ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হয়।

অন্যান্য
উক্ত ইনষ্টিটিউটে এক্সট্রা কারিকুলাম স্বরূপ সকল শিক্ষার্থীকে কম্পিউটার কোর্স করানো হয়। তাছাড়া একটি স্কাউট ক্লাব রয়েছে।

তথ্য সুত্র : অনলাইন ঢাকা.কম